The Savior – 4. Sowing the Word – Chittagonian Language Film

People Group: Chittagonian
Language: Chittagonian
Country: Bangladesh

Category: Mini-Film/Social Media

Produced by TheSaviorFilm www.thesavior.info
Usually when a farmer goes out to plant his precious seed he makes sure the soil is ready to receive the seed so he will have a bountiful crop. In this parable Jesus tells it seems the sower of the seed scatters it liberally over all types of ground: rocky ground, thorny weeds, by the busy roadside, and in some patches of good soil. Obviously this sower knows that not all seed is going to produce a crop and some won’t produce anything at all. So, what is he saying. First we have to identify the sower and the seed. Since Jesus is telling the story he’s obviously referring to himself as the Sower. The seed is God’s TRUTH. Ah, yes, and what do the four types of ground represent? The parable is aimed at our lives, our humanity, our hearts.

4 – বীজ বপন

সাধারণত একজন কৃষক যখন তার মূল্যবান বীজ রোপণ করতে যায়, তখন সে নিশ্চিত করে যে বীজটি গ্রহণ করার জন্য মাটি প্রস্তুত আছে, আর তাই সে প্রচুর পরিমাণে ফসল পাবে। এই নীতিগর্ভ দৃষ্টান্তের আলোকে ঈসা মসিহ বলছেন যে বীজ বোপনকারী সব ধরনের জমির উপর বীজকে উদারভাবে ছড়িয়ে দিয়েছে: পাথুরে মাটি, কন্টিকারীর ঝোপে, ব্যস্ত রাস্তার পাশে এবং উত্তম মাটির কিছু অঞ্চলে। স্পষ্টতই এই বীজবপনকারী জানে যে সব বীজ থেকেই ফসল উত্পাদন হবেনা এবং কোনো কোনো বীজ থেকে আদৌ কিছুই বের হবেনা। তাই, কি বলছে বপনকারী? প্রথমত আমাদেরকে বীজ ও বীজবপনকারীকে শনাক্ত করতে হবে। যেহেতু যীশু নিজেই এই কাহিনীর বর্ণনা দিচ্ছেন, অর্থাৎ তিনি নিজেকেই বপনকারী হিসেবে চিহ্নিত করলেন। বীজটি হলো “ঈশ্বরের সত্য”। আর হ্যা, চার ধরনের জমির প্রতিনিধিত্ব করা করে? এই রূপকে চারের অর্থ হচ্ছে আমাদের জীবন, মানবতা ও আত্মা। আসুন তাহলে জিজ্ঞেস করি … তাহলে বীজবপনকারী যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে সেটার বীজের অপচয় করছে? যিশুখ্রিস্ট, যিনি বীজবপনকারী তা মনে করেন না। তিনি নিশিচত, তার ছিটানো বীজের একটা অংশ ভাল মাটি খুঁজে পাবে এবং দেখ এখন কি ঘটবে? শতগুন ফসল বয়ে নিয়ে আসবে তা। সুতরাং, এই নীতিগর্ভ রূপকে আমাদের প্রতিক্রিয়া কি? কিভাবে আমি আমার জীবন, আমার মনুষ্যত্ব, আমার আত্মাকে প্রস্তুত করি ঈশ্বরের বীজ পাওয়ার জন্য? এর অর্থ এই দাঁড়ায়, শুধু আমাদের উপরি নির্ভর করে আমরা কিভাবে আমাদেরকে অন্যদের জন্য উন্মুক্ত হবো অর্থাৎ কিভাবে বিনামূল্যে বীজ পাবো ঈশ্বরের কাছ থেকে তার পুত্র যীশুর মাধ্যমে।

To download this video, please click on the icon corresponding to your desired format:

Download work-around:

Firefox: Right-click on the download icon. Then select ‘Save Link As…’, then click ‘Save’.
There will be a warning box at the top of the screen. Click on the ‘i’ for more information. Then click ‘Allow download’.
Chrome: Right-click on the download icon. Then select ‘Save Link As…’, then click ‘Save’.
At the bottom of the page, there is a download status bar, with a warning ‘zip can’t be downloaded securely’. 
Click on the up arrow next to ‘Discard’, and then select ‘Keep’.
Edge: Right-click on the download icon. Then select ‘Save Link As…’, then click ‘Save’.
Click on the warning message and then the three ‘…’ Then select ‘Keep’.
Safari: Right-click on the download icon. Then select ‘Download Linked File As…’, then click ‘Save’.

Recommended Apps:

 

 

Bibles and Bible-based Resources:

Theme developed by ThemeStash - Premium WP Themes and Websites